মাছ ধরার সময় সমুদ্রের উত্তাল ঢেউয়ের জেরে পাটাতন ফেটে গিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেল একটি মাছ ধরার ট্রলার। ট্রলারে থাকা ৪ মৎস্যজীবীকে জল থেকে উদ্ধার করে অন্য মৎস্যজীবীদের ট্রলার। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগর থেকে ২৫ কিমি দূরে জলদাখাঁড়ির কাছে। ডুবে যাওয়া ট্রলারটির নাম মা অন্নপূর্ণা। উত্তুরে হাওয়ার দাপটে সমুদ্র উত্তাল হয়ে ওঠে। যার জেরে ট্রলারটির পাঠাতন ফেটে যায়। হু হু কর জল ঢুকতে থাকে। ট্রলারে ৪ জন মৎস্যজীবী ছিলেন।খবর পেয়ে সাগর উপকূল থানা ও মৎস্যজীবী ইউনিয়নের একটি ট্রলার ঘটনাস্থলে পৌঁছেছে। ডুবন্ত ট্রলারটিকে উদ্ধার করে তীরে আনা হচ্ছে। উদ্ধার ৪ মৎস্যজীবী সাগরের মহিষামারি এলাকার বাসিন্দা
পাটাতন ফেটে গিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেল একটি মাছ ধরার ট্রলার
সোমবার,১৭/০১/২০২২
1238