আবারও কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু অধ্যাপকের ! আবারও কি শুরু হলো মৃত্যু মিছিল ?


শনিবার,১৫/০১/২০২২
1262

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ও কলা অনুষদের অধ্যক্ষ রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আজ জীবনাবসান হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। ১৯৭৪ থেকে ২০০৯ সাল অবধি তিনি ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তার আগে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন।এ ছাড়াও কলকাতা,রবীন্দ্রভারতী, আলিয়া বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবে তিনি কাজ করেছেন। তিনি বহু গ্রন্থ লিখেছেন। তার মধ্যে ‘নাট্য নিয়ন্ত্রণ আইন’ গ্রন্থটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্বর্ণপদক লাভ করেছিলেন তিনি। তাঁর পুত্র রাজর্ষি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,কোভিডে আক্রান্ত হওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট