রাজ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যু দুই-ই বেশ খানিকটা বেড়েছে। স্বাস্থ্য দপ্তরের গতসন্ধ্যার বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে ২৩ হাজার ৪৬৭ জন করোনা সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৬ জনের। রাজ্যে পজিটিভিটির হার ৩২ দশমিক এক/তিন শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ৮ হাজার ১৩৯ জন। আরোগ্যের হার ৯১ দশমিক ৭/৭ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এক লক্ষ ৩১ হাজার ৫৫৩। সংক্রমণের নিরিখে কলকাতা শীর্ষে, সেখানে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৬৮। উত্তর ২৪ পরগণায় ৪ হাজার ৭২৮, দক্ষিণ ২৪ পরগণায় এক হাজার ৩৪৯, হাওড়ায় এক হাজার ২৮৯, হুগলীতে এক হাজার ৩৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্যে গতকাল রাত ৯ টা পর্যন্ত ৪ লক্ষ ৬৭ হাজার ৪৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। সবমিলিয়ে এপর্যন্ত ১১ কোটি ২৫ লক্ষ ২৯ হাজার ৫০৫ ডোজ টিকা দেওয়া হয়েছে।
দৈনিক সংক্রমণ ও মৃত্যু দুই-ই বেশ খানিকটা বেড়েছে
শনিবার,১৫/০১/২০২২
565