আসন্ন পুরভোটে করোনা আক্রান্তদের মতোই ভোট দিতে পারবেন কন্টেনমেন্ট জোনের বাসিন্দারাও। তাঁদের ভোট দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা করল রাজ্য নির্বাচন কমিশন। ভোটগ্রহণ শেষ হওয়ার একঘণ্টা আগে কন্টেনমেন্ট জোনের ভোটদাতারা নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন বলে রাজ্য নির্বাচন কমিশন এক নির্দেশিকায় জানিয়েছে। উল্লেখ্য করোনা সংক্রমণের গতি প্রতিরোধ করতে জেলায় জেলায় কন্টেনমেন্ট জোন তৈরি করেছে রাজ্য সরকার। যেখানকার বাসিন্দাদের চলাফেরার ক্ষেত্রে কঠোর বিধি নিষেধ রয়েছে।
আগামী ২২ জানুয়ারি বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পুরনিগমের ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এর আগে কমিশনের তরফে জানানো হয়েছিল, ভোটগ্রহণের শেষ ১ ঘণ্টায় অর্থাৎ বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন করোনা আক্রান্তরা। বুধবারের নির্দেশিকায় জানানো হয়েছে, ওই সময় ভোট দিতে পারবেন কনটেনমেন্ট জোনের বাসিন্দারাও। নোডাল স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে ভোট দেবেন তারা। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই চার পুরসভার জন্য এখনও পর্যন্ত মোট ১২,৫০০ জন ভোট কর্মী নেওয়া হয়েছে যার মধ্যে ৯,৫০০ জন ভোট কর্মী বুথে থাকবে। বাকিটা থাকবে রিসার্ভ হিসাবে। এই করোনা পরিস্থিতিতে কমিশনের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তবে দেখার বিষয় আগামী ২২ শে জানুয়ারি রাজ্য নির্বাচন কমিশন কতটা সক্ষম হয় এই চার পুরসভার নির্বাচনকে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে। কারণ,বিরোধীরা যে ভাবে এইসময় ভোট করানোর বিরুদ্ধে গর্জে উঠেছিল সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সকলে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…
বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…
রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…
সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…