শুভেন্দু বাদ , তরজা রাজনীতির


বুধবার,১২/০১/২০২২
1149

গঙ্গাসাগর মেলা কমিটি থেকে বাদ পড়েছে শুভেন্দু অধিকারী। বাতিল হয়েছে পুরনো কমিটি। আর এই নিয়ে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা। শুভেন্দু বললেন ভয় পেয়েছে সরকার, আর পাল্টা জবাব দিলেন ফিরহাদ। গঙ্গাসাগর মেলা মামলায় কলকাতা হাইকোর্ট প্রথমে তিন সদস্যের একটি কমিটি গঠন করে। মেলা আয়োজনে কোভিড বিধি যথাযথ মানা হচ্ছে কিনা তা দেখবার ক্ষমতা দেওয়া হয় ওই কমিটির হাতে। কমিটিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম থাকায় আপত্তি ছিল রাজ্যের। মেলা নিয়ে পর্যালোচনায় নিরপেক্ষতার প্রশ্নে কমিটি থেকে বিরোধী দলনেতার নাম বাদ দেওয়ার পক্ষে সওয়াল করে রাজ্য। পরবর্তীতে কমিটি থেকে বাদ পড়েন শুভেন্দু। সেইসঙ্গে পুরনো কমিটি বাতিল করে নতুন দুই সদস্যের কমিটি গঠিত হয়। নাম বাদ পড়া নিয়ে রাজ্যের দিকেই আঙুল তুলেছেন বিরোধী দলনেতা। পাল্টা জবাব দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন গঙ্গাসাগরে। আদালতের নির্দেশ মেনে রাজ্য প্রশাসন মেলা আয়োজন চূড়ান্ত করেছে। তবে থেমে নেই রাজনীতি। নাম বাদ পড়ায় প্রশাসনকেই টার্গেট করেছেন বিরোধী দলনেতা। তবে রাজনীতির অঙ্কে মেলা বন্ধের পক্ষে অবশ্য সওয়াল করেননি তিনি। ফিরহাদ হাকিম অবশ্য মনে করেন কমিটিতে থাকলে গঙ্গাসাগরকে নিয়েও বিভেদকামী রাজনীতির চেষ্টা চালাতেন। সে কারণেই নাম বাদ দেওয়ার কথা বলা হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট