পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল পঞ্চায়েত সমিতি ও মহিষাদল ব্লক প্রশাসনের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মদিনে আজ পূর্ব মেদিনীপুর জেলা বিবেক চেতনা উৎসব ২০২২ ও মহিষাদল ব্লক বিবেক চেতনা উৎসব ২০২২ সম্পূর্ণ কোভিদ মেনে অনুষ্ঠিত হল মহিষাদল কুমুদিনী ডাকুয়া মঞ্চে। বিবেকানন্দর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। উপস্থিত ছিলেন বিধায়ক ফিরোজা বিবি, তিলককুমার চক্রবর্তী।
পূর্ব মেদিনীপুর জেলা বিবেক চেতনা উৎসব ২০২২
বুধবার,১২/০১/২০২২
801