কলকাতার বাবুঘাটের অস্থায়ী গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ থেকে গঙ্গাসাগর মেলার সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল থেকেই কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং কলকাতা পুলিশ কর্মীরা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা বাবুঘাটের অস্থায়ী মেলা প্রাঙ্গনে জড়ো হয়েছেন। এদিন বোম্ব স্কোয়াডের স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা নিরাপত্তার বিভিন্ন খুঁটিনাটি দিক খতিয়ে দেখেন। পাশাপাশি কোভিড পরিস্থিতিতে বিধিনিষেধ মানা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন তারা। সুপার- নিরাপত্তা খতিয়ে দেখলোন আধিকারিকরা ।
আজ গঙ্গাসাগর মেলার সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বুধবার,১২/০১/২০২২
831