বাহাত্তরের ১০ জানুয়ারি
সবাই ছুটছে তড়িঘড়ি
চুরে সব প্রতিক্ষার প্রহর,
সব উৎসবের সীমা গেছে ছাড়ি!
ঐ আসছে জীবন্ত কিংবদন্তী
দুর্মর বাঙ্গালীর বন্ধুবর;
বঙ্গবন্ধু শেখ মুজিবুর!
একটি ছবি! একটি ইতিহাস,
একটি দেশ, একটি স্লোগান,
একটি ঘুম ভাঙানোর গান;
বাংলার নব সূর্যদোয়ে আজ
বিশ্বে বাংলার জয়গান!
আকাশে বাতাশে ধ্বনিছে
জয় বাংলার তান!
প্রতীক্ষার প্রহর কেটেছে
কেটেছে ঘুটঘুটে অন্ধকার!
পথে প্রান্তরে উল্লাসিত জনতার
তাই বাঁধ ভাঙ্গা জোয়ার!
মৃত্যুকূপ থেকে বীর বেশে ফিরছে
ঐ দেখো রাজকুমার!
যারা ছিলো দূরে তাঁরা ঘরে ঘরে
শুনছে আকাশ বানী ও বেতারে
প্রতীক্ষার প্রহর গুনছে,
ত্বর সইছে না, ত্বরা করো;
কোথায় দেব দুলাল?
কোথায় আলী যাকের
আগমনী সুসংবাদ পাঠ করো!
ঐ যে দূরে জনতার ভীড়ে
রূপকথার রাজপুত্রের শকট!
জনস্রোতের মাঝে মুক্তার ঝিলিক
আহা কি নন্দিত দৃশ্যপট!
মম উন্নত শীরের মত
গ্রীবা টান টান করে
সগর্বে মহানায়ক দাড়িয়ে ;
বীর সংশপ্তক পারিষদ ঘিরে
বাংলার বন্ধু মুজিব আসছে
ছাউনি বিহীন গাড়ীতে চড়ে
সে কি দৃশ্য বাপ রে!
এমন মহতি জয়োৎসব
দেশে বিদেশে গর্বে
কে দেখেছে কবে ভবে!
এ দৃশ্য রবে চির অনুভবে
বাঙ্গারী মনের মুকুরে গৌরবে!
কবিতাঃ ঐ আসছে কিংবদন্তী
কাব্যগ্রন্থঃ বাঁশীওয়ালা
এ কে সরকার শাওন
শাওনাজ ভবন, উত্তরখান, ঢাকা।
১০ জানুয়ারি ২০২২
কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু…
‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…
আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জামুই জেলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে…
মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…
পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…