২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ২৮৬ জন


সোমবার,১০/০১/২০২২
796

নমুনা পরীক্ষা কম হওয়ায় রাজ্যে দৈনিক করোনা সংক্রমণও আজ কিছুটা কমেছে। তবে বেড়েছে সংক্রমণ হার। স্বাস্হ্য দফতর থেকে আজ প্রকাশিত বুলেটিন অনুযায়ী ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ২৮৬ জন। গতকাল এই সংখ্যা ছিল ২৪ হাজার ২৮৭। সংক্রমণ হার আরও বেড়ে হয়েছে ৩৭ দশমিক ৩/২ শতাংশ। এই সময় মৃত্যু হয়েছে ১৬ জনের। চিকিৎসাধীন রোগীর সংখ্যা একদিনে ১১ হাজার বেড়ে হয়েছে ৮৯ হাজার ১৯৪। নমুনা পরীক্ষা হয়েছে- ৫১ হাজারের কিছু বেশী। আগের দিন ৭১ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়। কলকাতায় একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন- ৫’হাজার ৫৫৬ জন। উত্তর ২৪ পরগনায় এই সংখ্যা- ৪’হাজার ২৯৭, হাওড়ায় এক হাজার ৬২৫, হুগলীতে- ৯৩৪, দক্ষিণ ২৪ পরগনায়- এক হাজার ২৫৫ এবং পশ্চিম বর্ধমানে ১ হাজার ৮ জন আক্রান্ত হয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট