ক্রমবর্ধমান করোনা সংক্রমণের প্রেক্ষিতে উত্তর চব্বিশ পরগনার নিউব্যারাকপুর পুরসভা আগামী বুধবার থেকে সপ্তাহের তিনদিন এলাকার সব বাজার, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পুরসভার মুখ্য প্রশাসক প্রবীর সাহা আজ প্রশাসকমন্ডলীকে নিয়ে বাজার সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান। তিনি বলেন, নিউব্যারাকপুরে বর্তমানে করোনা সংক্রমণের হার ৭০ শতাংশের কাছাকাছি। এই অবস্থায় সংক্রমন নিয়ন্ত্রণে আগামী ৩১ শে জানুয়ারি পর্যন্ত সোম, বুধ ,শুক্র তিন দিন মিষ্টির দোকান সহ জরুরী পরিষেবার দোকান ছাড়া সব দোকান ও বাজার বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।
Covid: সপ্তাহের তিনদিন এলাকার সব বাজার, দোকানপাট বন্ধ
সোমবার,১০/০১/২০২২
850