আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা


সোমবার,১০/০১/২০২২
850

পূর্ব ভারতের ওপর পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করায় রাজ্যে আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। শুক্রবার ১৪ই জানুয়ারি পর্যন্ত গোটা রাজ্যে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে।আবহাওয়া দপ্তররে পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আজ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম – পশ্চিমাঞ্চলের এই জেলাগুলি এবং উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। আগামীকাল এই জেলাগুলি ছাড়াও পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরে বজ্র বিদ্যুত্ সহ বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও মালদা জেলায় বুধবার শিলাবৃষ্টির সম্ভাবনা। এই অকাল বর্ষণের জেরে মাঠের ফসলের ক্ষয়ক্ষতি ও শস্যহানির আশঙ্কা রয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট