সাগরমেলা সুষ্ঠু ও সঠিকভাবে পরিচালনার জন্য ৩২ সদস্যের কমিটি তৈরি


সোমবার,১০/০১/২০২২
947

রাজ্য সরকার, আজ থেকে শুরু হওয়া সাগরমেলার সুষ্ঠু ও সঠিকভাবে পরিচালনার জন্য ৩২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি তৈরি করেছে। নবান্ন থেকে জারী হওয়া একটি বিজ্ঞপ্তিতে, কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করা হয়। আগামী ১৭ তারিখ পর্যন্ত মেলার নিরাপত্তা, আইনশৃঙ্খলা, পুণ্যার্থীদের স্বাস্থ্য, পানীয় জল, পরিকাঠামো, পুণ্যার্থীদের থাকার ব্যবস্থা-সহ কোভিড ব্যবস্থাপনা যথাযথ হচ্ছে কি না তা নজরে রাখবে এই কমিটি। কমিটির চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। এছাড়াও, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার নগরপাল, অর্থ, স্বাস্থ্য, পঞ্চায়েত, জনস্বাস্থ্য কারিগরী, বিদ্যুৎ, সুন্দরবন উন্নয়ন, দমকল-সহ মেলার পরিকাঠামোর সঙ্গে যুক্ত সব দপ্তরের প্রধান সচিব বা দপ্তরের অতিরিক্ত সচিব পর্যায়ের আধিকারিকরা, কমিটিতে আছেন। মেলার সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিনিধি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট