নদীয়ার আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্তের হৃদয়পুর থেকে চারটি পাখি উদ্ধার করেছে বিএসএফ। আজ ভোর ৩টে ২০নাগাদ ৮২নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা চোরাকারবারীদের দেখে স্টান গ্রেনেড নিক্ষেপ করে। আওয়াজে চোরাকারবারিরা পালিয়ে যায়। সেখান থেকে তল্লাশি চালিয়ে দুটি খাঁচায় মোট চারটি পাখি তারা উদ্ধার করে। সেগুলি আজ কৃষ্ণনগরে বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হয়েছে।
সীমান্তের হৃদয়পুর থেকে চারটি পাখি উদ্ধার
রবিবার,০৯/০১/২০২২
1256