পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা ব্যবস্হায় গুরুতর বিচ্যুতি নিয়ে মামলায় সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রীর সফর সংক্রান্ত সব রেকর্ড সংরক্ষণের নির্দেশ দিয়েছে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে সব রেকর্ড তাঁর হেফাজতে রাখতে বলা হয়েছে। পাঞ্জাব পুলিশ, SPG এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারী অন্যান্য সংস্হাকে বলা হয়েছে, এব্যাপারে তাঁকে প্রয়োজনীয় সহায়তা করতে । প্রধানমন্ত্রীর কনভয় ২০ মিনিট আটকে থাকাকে নিরাপত্তা লঙ্ঘনের বিরলের মধ্যে বিরলতম ঘটনা আখ্যা দিয়ে কেন্দ্র শীর্ষ আদালতে বলেছে, আন্তর্জাতিক স্তরেও বিড়ম্বনার কারণ হতে পারে এই ঘটনা। বিষয়টির NIA তদন্ত চেয়ে দাখিল করা আবেদনের সমর্থনে সলিসিটার জেনারেল তুষার মেহেতা আজ বলেন, ঘটনাটি প্রধানমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর পরিস্হিতি তৈরি করেছিল। এজন্য পাঞ্জাব সরকার এবং রাজ্য পুলিশ উভয়েই দায়ী।
নরেন্দ্র মোদীর নিরাপত্তা ব্যবস্হায় গুরুতর বিচ্যুতি নিয়ে মামলায় সুপ্রিম কোর্ট
শুক্রবার,০৭/০১/২০২২
431