পাঞ্জাবে বিক্ষোভের মুখে আটকাল আজ প্রধানমন্ত্রীর কনভয়। বাধ্য হয়েই সভা বাতিল করে দিল্লি ফিরল মোদির কনভয়। ফিরোজপুরে যাওয়ার পথে ২০ মিনিট আটকে যায় মোদির কনভয়। ভাতিন্দা বিমানবন্দর থেকে কপ্টারে হুসেইনিওয়ালা যাওয়ার কথা ছিল মোদির, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য কপ্টারের বদলে সড়কপথেই সফর মোদির। আটক থেকে ফিরে মোদি জানান”ভাতিন্দা বিমানবন্দর পর্যন্ত বেঁচে ফিরতে পেরেছি। মুখ্যমন্ত্রীকে আমার হয়ে ধন্যবাদ জানাবেন।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানান হয়েছে,‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে আগেই জানানো হয়েছিল রাজ্যকে’। এদিকে, গোটা ঘটনাটি দুঃখের, দায়ী পাঞ্জাব সরকার, এমনটাই ট্যুইট করেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা।প্রধানমন্ত্রী ফিরে আসায় বাতিল হয়েছে লুধিয়ানার সভা। দিল্লিতে ফিরে আসছেন প্রধানমন্ত্রী মোদি, এমনটাই জানা গিয়েছে।
পাঞ্জাবে বিক্ষোভের মুখে আটকালো প্রধানমন্ত্রীর কনভয়
বৃহস্পতিবার,০৬/০১/২০২২
371