সোনাগাছির ১১৬ জন বাসিন্দাকে করোনার টিকা


বৃহস্পতিবার,০৬/০১/২০২২
1240

কলকাতা: আর্ট অফ্ লিভিং এর প্রজেক্ট উড়ান গোষ্ঠী, কদমতলা ক্লাব ও আর.এন. টেগোর হাসপাতালের উদ্যোগে একটি কোভিড টিকাকরণের ক্যাম্প সংগঠিত করা হয় ১১৬ জন মানুষকে টিকা দেবার জন্য, যাদের রেশন কার্ড ছাড়া আধার বা ভোটার কার্ড ইত্যাদি অন্য কোনো আইডি কার্ড নেই। ডক্টর শশী পাঁজা, মহিলা ও শিশুকল্যাণ বিষয়ক মন্ত্রী, পশ্চিম বঙ্গ সরকারের উপস্থিতিতে এটি অনুষ্ঠিত হয়। ডক্টর পাঁজা বলেন যে, ” শ্রী শ্রী রবিশঙ্কর নিরলস ভাবে মানবতার সেবায় যুক্ত আছেন এই ধরনের বিভিন্ন কাজের মাধ্যমে। আর্ট অফ্ লিভিং সোনাগাছি এলাকায় খুব প্রেরণা দায়ক কাজ করছে এবং সকলের উচিত এই মহান কার্যে যোগদান করা”। ডক্টর পাঁজা শুরুতেই এলাকাবাসীদের ১০০টি কম্বল দান করেন। শেষে আর্ট অফ্ লিভিং এর উড়ান প্রজেক্টের ভারপ্রাপ্ত শ্রী অর্ণব আচার্য বলেন যে, ” আমি আমাদের সম্মানিত মন্ত্রী ডক্টর শশী পাঁজা, শ্রী বাদল গাঙ্গুলি, শ্রী শিশির অধিকারী এবং শ্রী অক্ষয় মোহান্তি কে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানটিকে সহযোগিতা ও সাফল্যমন্ডিত করে তোলবার জন্য। এই উদ্যোগটি এখনো চালু আছে”।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট