কোভিডের কারণে কলকাতা চলচ্চিত্র উৎসব স্থগিত রাখা হচ্ছে। আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী, কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায় সহ কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর বিজ্ঞপ্তি জারি করে উৎসব স্থগিত রাখার কথা জানিয়েছে।সেখানে জানানো হয়েছে চলচ্চিত্র উৎসবের সঙ্গে জড়িত অনেকেই সংক্রমিত হয়েছেন। সেকারণেই পরিস্থিতি পর্যালোচনা করে সাধারণ মানুষের নিরপত্তার কথা ভেবে চলচ্চিত্র উৎসব আপাতত স্থগিত রাখা হল।পরিবর্তিত দিনক্ষণ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
Covid Update: কোভিডের কারণে কলকাতা চলচ্চিত্র উৎসব স্থগিত
বুধবার,০৫/০১/২০২২
884