করোনা সংক্রমণের জেরে আই-লীগ ছয় সপ্তাহ স্হগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গতকাল লীগ কমিটির সঙ্গে ক্লাব প্রতিনিধিদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত সপ্তাহে একাধিক ফুটবলার করোনায় আক্রান্ত হওয়ায় চৌঠা জানুয়ারি পর্যন্ত লীগ স্হগিত রাখার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু গতকাল থেকে রাজ্য সরকার নতুন বিধিনিষেধ চালু করায় আই-লীগ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়।
আই-লীগ ছয় সপ্তাহ স্হগিত
মঙ্গলবার,০৪/০১/২০২২
512