আশঙ্কাই সত্যি হল। রাজ্যে যেভাবে সংক্রমণের হার দ্রুত গতিতে বাড়ছে, তা রুখতে ফের একবার অনির্দিষ্টকালের জন্য কড়া বিধিনিষেধ জারি করল রাজ্য। রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে বিধিনিষেধ। মাস্ক না পড়লে কড়া পদক্ষেপ। রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী এদিন জানান, সন্ধ্যে সাতটার পর কোনও প্রান্তিক স্টেশন থেকে লোকাল ট্রেন ছাড়বে না। সেই সঙ্গে দিনের বেলায়ও ৫০% যাত্রী নিয়ে চলবে লোকাল। মেট্রোও চলবে ৫০% যাত্রী নিয়ে। পাশাপাশি সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের আপাতত বন্ধ থাকবে। সেই সঙ্গে সমস্ত সরকারি ও বেসরকারি অফিসকে ৫০% কর্মী নিয়ে কাজ করতে হবে।
Covid: ফের একবার অনির্দিষ্টকালের জন্য কড়া বিধিনিষেধ জারি করল রাজ্য
সোমবার,০৩/০১/২০২২
684