New Year 2022: পর্যটকের ভিড়ে থিকথিক করছে হাওড়া শ্যামপুরের গড়চুমুক পর্যটন কেন্দ্র


শনিবার,০১/০১/২০২২
7551

বছরের প্রথম দিনেই পর্যটকের ভিড়ে থিকথিক করছে হাওড়া শ্যামপুরের গড়চুমুক পর্যটন কেন্দ্র।অথচ চারদিকে চাইলেই দেখা যাচ্ছে বালাই নেই মাস্কের। দূরত্ববিধির তোয়াক্কা নেই। খোলা মুখে দেদার চলছে ঘুরে বেড়ানো থেকে শুরু করে রান্না।সার্বিক অসচেতনতার এই ছবিতে আরও বড় বিপদের আশঙ্কায় স্থানীয়রা।দেশের পাশাপাশি এই রাজ্যেও ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকছে। উদ্বিগ্নে রয়েছে সরকার। শ্যামপুর থানার পক্ষ থেকে মাস্ক ব্যবহারের জন্য মাইকিং প্রচার করে সচেতনতা করা হচ্ছে তারপরেও কোন সচেতনতাই দেখতে পাওয়া যাচ্ছে না সাধারণ পর্যটকদের মধ্যে।প্রতিবছর শীতের আমেজে হাওড়া জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় জমাতে থাকে গড়চুমুকে। চড়ুইভাতিতে মেতে ওঠে পর্যটকরা। শ্যামপুর থানার পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। ডিজে বক্স চালানো হলে সেগুলিকে বন্ধ করে দিচ্ছে।বছরের প্রথম দিনে গড়চুমুক পর্যটন কেন্দ্রে যে ছবি চোখে পড়ল, তার সবটা জুড়েই যেন অসচেতনতা। শতকরা ৯০ ভাগ পর্যটকের মাস্ক নেই। করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। এই অবস্থায় জেলার পর্যটনকেন্দ্রগুলিতে এখন থেকে সাবধানতা অবলম্বন না করলে আবার ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। প্রশাসন,পর্যটক ও স্থানীয় বাসিন্দারা সতর্ক না হলে সেই সম্ভাবনা এড়ানো কঠিন হয়ে যাবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট