জাতীয় জুনিয়র ভলিবল-এ দেশের সেরা হল বাংলার মেয়েরা। বর্ধমান শহরের অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় ভলিবল প্রতিযোগিতার ফাইনাল-এ গতকাল বাংলার মেয়েরা স্ট্রেট সেটে শক্তিশালী তামিলনাড়ুর বিরুদ্ধে জয়ী হয়েছে। বাংলার মেয়েরা তিন সেটে ২৫-২৩, ২৫-১৭ এবং ২৫-১৮ পয়েন্ট পেয়ে সেট ও ম্যাচ জিতে নেয়। অন্যদিকে, বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় তামিলনাড়ুর ছেলেরা। ফাইনালে তীব্র লড়াইয়ের পর তারা কর্ণাটককে ৩–১ সেটে হারিয়ে দেয়। ম্যাচের শেষে সফল দলগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জুনিয়র ভলিবল-এ দেশের সেরা হল বাংলার মেয়েরা
শুক্রবার,৩১/১২/২০২১
542