রেশন দোকানে মিলবে এলপিজি সিলিন্ডার


শুক্রবার,৩১/১২/২০২১
979

রেশন দোকানে এবার থেকে মিলবে এলপিজি-র সিলিন্ডার। সম্প্রতি কেন্দ্রীয় খাদ্য ও বন্টন মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে রেশন দোকান পাওয়া যাবে এলপিজি সিলিন্ডার। দেশের রেশন ডিলারদের কাছেও সেই মর্মে বার্তা ইতিমধ্যে চলে গিয়েছে।কেন্দ্রীয় সরকারের খাদ্য ও বন্টন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, রেশন দোকানে পাঁচ কেজি রান্নার গ্যাসের এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। এর ফলে রান্নার গ্যাসের অপ্রতুলতার অভিযোগ অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রেশন দোকানগুলি ‘কমন সার্ভিস সেন্টার’ হিসেবে অবিলম্বে চালু করতে বলা হয়েছে। জেনে রাখা দরকার ২০১৯ সালে দেশের রেশন ডিলাররা একযোগে খাদ্য ও বন্টন মন্ত্রকের কাছে রেশন দোকান থেকে এলপিজি গ্যাস দেওয়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পরিষেবা চালু করার প্রস্তাব দিয়েছিলেন। তা নিয়ে সেই সময় থেকেই আলোচনা শুরু হয়েছিল মন্ত্রকে। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের অতিমারি শুরু হওয়ায় বিষয়টি সাফল্য পায়নি। খাদ্য ও বন্টন মন্ত্রণালয়ের তরফে ইমেল পাঠিয়ে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। অতি দ্রুততার সঙ্গে এই নির্দেশ কার্যকর করতেও বলা হয়েছে এমনটা সূত্রের খবর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট