জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে বদ্ধপরিকর কলকাতা পুরসভা


শুক্রবার,৩১/১২/২০২১
777

শহর কলকাতাকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে বদ্ধপরিকর কলকাতা পুরসভা। নতুন পুরো বোর্ড দায়িত্ব নেওয়ার পর এই কলকাতা পুরসভার ড্রেনেজ বিভাগের মেয়র পরিষদ তারক সিং এর ইন কলকাতার গুরুত্বপূর্ণ চ্যানেলগুলি পরিদর্শন করলেন। শেষে একটি নতুন লকগেট এবং এই এলাকার জমা জল দ্রুত বের করার লক্ষ্যে একটি অত্যাধুনিক পাম্পিং স্টেশন তৈরির বিষয়ে পরিকল্পনা চলছে বলেও জানালেন তারক সিংহ। ধীরে ধীরে শহর কলকাতা জল যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দেওয়ার লক্ষ্যে। একগুচ্ছ পরিকল্পনা রয়েছে কলকাতা পুরসভার। সেগুলির সবকটিতেই দ্রুত বাস্তবায়িত করা হবে বলেও জানালেন তারক সিং। পাশাপাশি দেশের অন্যান্য মেট্রোপলিটন শহরগুলিতে অত্যাধিক বৃষ্টির ফলে জল জমে কলকাতা তার ব্যতিক্রম নয়। কলকাতাতে এখন আর বৃষ্টি হলে জল জমলে মানুষকে ঠেলাগাড়ি করে রাস্তা পেরোতে হয় না, ঘরের মধ্যে বিছানার ওপর বসে থাকতে হয় না, গাড়ি-ঘোড়া চলা বন্ধ হয়ে যায় না, বলেও এ দিন জানান তারক সিং ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট