Covid Update: আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে জনস্বাস্থ্য বিষয়ক ও ভ্যাকসিন সংক্রান্ত দিকগুলি খতিয়ে বৈঠক


মঙ্গলবার,২৮/১২/২০২১
531

কেন্দ্র পাঁচটি রাজ্যে আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে জনস্বাস্থ্য বিষয়ক ও ভ্যাকসিন সংক্রান্ত দিকগুলি খতিয়ে দেখেছে। এ জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ গতকাল উত্তরাখণ্ড, গোয়া, মনিপুর, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন। বৈঠকে শ্রী ভূষণ, জেলা প্রতি সাপ্তাহিক পরিকল্পনা অনুযায়ী সব যোগ্য মানুষকে টীকা প্রদানে গতি আনার কথা বলা হয়েছে। উত্তরাখণ্ড ও গোয়ায় জাতীয় হারের তুলনায় অধিক টীকা প্রদান করা হলেও উত্তর প্রদেশ, পাঞ্জাব ও মনিপুরে এই হার কম। এইসব রাজ্যগুলিতে যোগ্য ব্যক্তিকে প্রথম ডোজ দেওয়ার পাশাপাশি যাদের বাকি আছে তাঁদের দ্বিতীয় ডোজ দ্রুত দেওয়ার জন্যও বলা হয়েছে। সংক্রমণ এড়াতে নমুনা পরীক্ষা বাড়ানো এবং কম নমুনা পরীক্ষার জন্য যাতে রোগ বিস্তার না ঘটে তাও দেখতে বলা হয়েছে। যথাযথ কোভিড বিধি মেনে চলা হচ্ছে কিনা তাও নির্দেশ দেওয়া হয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট