গঙ্গাসাগর: নতুন বছরে গঙ্গাসাগরের মেলা। মেলা চত্বরের নিরাপত্তা, কোভিড নিয়ম নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন। আগামীকাল গঙ্গাসাগরে সফরে মুখ্যমন্ত্রী। এবার সশরীরে মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবরই বলে এসেছেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” তাই কোনও উৎসবের প্রস্তুতিতেই খামতি রাখে না রাজ্য প্রশাসন। দুর্গাপুজো হোক বা ইদ, বড়দিন হোক বা গঙ্গাসাগরের মেলা, প্রতিটি উৎসব শান্তিতে সম্পন্ন করতে কোমর বেঁধে নামে প্রশাসন। আনন্দ উৎসবে অংশ নেন মুখ্যমন্ত্রীও।আর গঙ্গাসাগর তো রাজ্যের অন্যতম বড় মেলা। শুধু ভিন রাজ্য নয়, ভিন দেশ থেকেও অতিথিরা আসেন গঙ্গাসাগরের মেলায়। সাধু-সন্ত থেকে আমজনতা, পুন্যের খোঁজে মকর সংক্রান্তিতে সকলে ডুব দেন কনকনে হিমশীতল জলে। সেই মেলায় বড়সড় দুর্ঘটনা বা বিপত্তি এড়াতে আগেভাগে প্রস্তুতি নিতে শুরু করেন প্রশাসনিক কর্তারা। সতর্ক থাকেন স্থানীয় জনপ্রতিনিধিরা-ও। আর সকলের উপর কড়া নজর থাকে খোদ মুখ্যমন্ত্রীর।আর গঙ্গাসাগর তো রাজ্যের অন্যতম বড় মেলা। শুধু ভিন রাজ্য নয়, ভিন দেশ থেকেও অতিথিরা আসেন গঙ্গাসাগরের মেলায়।
সাধু-সন্ত থেকে আমজনতা, পুন্যের খোঁজে মকর সংক্রান্তিতে সকলে ডুব দেন কনকনে হিমশীতল জলে। সেই মেলায় বড়সড় দুর্ঘটনা বা বিপত্তি এড়াতে আগেভাগে প্রস্তুতি নিতে শুরু করেন প্রশাসনিক কর্তারা। সতর্ক থাকেন স্থানীয় জনপ্রতিনিধিরা-ও। আর সকলের উপর কড়া নজর থাকে খোদ মুখ্যমন্ত্রীর।এবার মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, আগামীকাল দুপুরে গঙ্গাসাগরে হেলিকপ্টারে করে এসে উপস্থিত হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা। এরপর গঙ্গা সাগর কপিল মুনি মন্দিরে পূজা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাত্রিযাপন গঙ্গাসাগরে ২৯ ডিসেম্বর গঙ্গাসাগর গঙ্গাসাগর মেলা প্রস্তুতি নিয়ে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ শে ডিসেম্বর গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।খতিয়ে দেখবেন মেলার প্রস্তুতি। নিরাপত্তা থেকে অতিথিদের অ্যাপায়ন, সকল বিষয় নিয়ে খোঁজ নেবেন তিনি। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি সারবেন প্রশাসনিক বৈঠকও। গঙ্গাসাগর চত্বরে থাকবেন মমতা।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…
বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…
রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…
সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…