চাঁদের বিলে আজ থেকে শুরু হয়েছে দুদিনের খাল-বিল, চুনো -মাছ, পিঠে পুলি ও প্রাণী পালন উৎসব


রবিবার,২৬/১২/২০২১
1003

গ্রাম বাংলার খাল-বিল ও লুপ্তপ্রায় চুনো মাছ কে বাঁচিয়ে রাখার লক্ষ্যে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ ব্লকের কোবলার বাঁশদহ চাঁদের বিলে আজ থেকে শুরু হয়েছে দুদিনের খাল-বিল, চুনো -মাছ, পিঠে পুলি ও প্রাণী পালন উৎসব।উৎসবের সূচনা করেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী বিধায়ক জুন মালিয়া।এলাকার জল সম্পদের সঠিক ব্যবহার এবং ছোট ছোট প্রজাতির মাছ কে বাঁচিয়ে রাখতে এলাকার বিধায়ক তথা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ২১ বছর আগে এই উৎসবের সূচনা করেন।সেই থেকেই চলে আসছে এই উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া,সহ-সভাপতি দেবু টুডু,জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন প্রমুখ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট