হুগলীর শ্রীরামপুর স্পোর্টিং গ্রাউন্ডে আজ রাজ্য মহিলা হকি চাম্পিয়নসশিপের আয়োজন করা হয়। শ্রীরামপুর পৌরসভা ও শ্রীরামপুর সাবডিভিশন স্পোর্টস এ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং হকি বেঙ্গলের সহযোগিতায় এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট দুশোজন মহিলা প্রতিযোগী এতেয়অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতায় চাম্পিয়ন দল পরে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবে। টুর্নামেন্টের ফাইনাল হবে ৩০শে ডিসেম্বর। এদিন মাঠে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না,বেঙ্গল হকি এ্যাসোসিয়েশনে সভাপতি স্বপন ব্যানার্জী, বিধায়ক অসিত মজুমদার, বিধায়ক অরিন্দম গুঁইন।
হুগলীর শ্রীরামপুর স্পোর্টিং গ্রাউন্ডে আজ রাজ্য মহিলা হকি চাম্পিয়নসশিপ
রবিবার,২৬/১২/২০২১
822