উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার উদ্যোগে আজ ডেঙ্গু সচেতনতা অভিযান হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের খাদ্যমন্ত্রী তথা এলাকার বিধায়ক রথীন ঘোষ ও পুরসভার জনস্বাস্থ্য ও জঞ্জাল সাফাই দপ্তরের আধিকারিকরা। মন্ত্রী রথীন ঘোষ বলেন, পুরসভার জনস্বাস্থ্য ও জঞ্জাল সাফাই বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিজয় অভিযান প্রত্যেক শনিবার করা হচ্ছে। মধ্যমগ্রামে এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের কোনো খবর নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সব জায়গার পাশাপাশি মধ্যমগ্রাম পৌরসভার ২৮টি ওয়ার্ডে ডেঙ্গু বিজয় অভিযান চলছে।
মধ্যমগ্রাম পুরসভার উদ্যোগে আজ ডেঙ্গু সচেতনতা অভিযান
শুক্রবার,২৪/১২/২০২১
1190