রাজ্য সরকার গ্রামের দরিদ্র মানুষদের স্বনির্ভর করে তুলতে পুরুষদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরীর উদ্যোগ নিচ্ছে। কলকাতার নিউটাউনে আজ ১৭তম সরস মেলার উদ্বোধন করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী পুলক রায় জানিয়েছেন, এরফলে মহিলাদের পাশাপাশি গ্রামের পুরুষদেরও সশক্তিকরণ করা সম্ভব হবে। এছাড়া চলতি অর্থবর্ষে এক কোটি মহিলাকে স্বনির্ভর গোষ্ঠীর আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান,স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎপাদিত পণ্যের বিক্রি বাড়াতে আগামী ১৫ই জানুয়ারি থেকে ৩০শে ফেব্রুয়ারি পর্যন্ত বাইশটি জেলায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে সৃষ্টিশ্রী মেলার আয়োজন করা হবে। এছাড়া আগামী তেইশে ২৩শে জানুয়ারি থেকে ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত শিলিগুড়িতেও সরস মেলার আয়োজন করা হয়েছে। কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়,অগ্নি ও জরুরী পরিষেবা মন্ত্রী সুজিত বসু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে এই সরস মেলা আজ থেকে শুরু হয়ে চলবে ৩রা জানুয়ারি পর্যন্ত। পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের মোট ২২টি জেলা এবং দেশের ২১টি রাজ্য এই মেলায় অংশ নিয়েছে এবং ২৫৬টি স্টল চালু করা হয়েছে।
কলকাতার নিউটাউনে আজ ১৭তম সরস মেলার উদ্বোধন
শুক্রবার,২৪/১২/২০২১
1097