কবিতা : “নদীর কন্যা”


শুক্রবার,২৪/১২/২০২১
7360

–অভ্র বড়ুয়া।
সুজন মাঝি বৈঠা বায়
কর্ণফুলির তীরে,
ঢেউ খেলাইয়া জীবন চলে
জলতরঙ্গের ভীড়ে।
মাঝির মেয়ে দুঃখী ভীষণ
সংগ্রাম ভরা জীবনে,
নাম তার দুঃখী কৌমুদী
মেঘ বৃষ্টির ক্রন্দনে।
হরেক রকম স্বপ্ন কন্যার
জোয়ার-ভাটায় ভাসে,
নদীর একুল-ওকুল তখন
হাসে মিথ্যা আশ্বাসে।
নয়ন জোড়া মায়ায় ভরা
স্বপ্ন ছুঁতে চায়,
গরীব বলে তাই আজ
সে বেজায় অসহায়।
সমাজ নামক মিথ্যা ভুবন
রূপ বদলাবে কখন?
নদীর কন্যা বৈঠা নেড়ে
হতাশ হয় অনুক্ষণ।
জ্যোৎস্না রাতে বাবা-কন্যা
ভাসায় আশার ভেলা,
জীবন নামক যুদ্ধটা যেন
চাপা কান্নার খেলা।

অভ্র বড়ুয়া
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট