আগামী ২৪ ঘন্টায় সামান্য কমবে শীতের দাপট


বৃহস্পতিবার,২৩/১২/২০২১
741

রাজ্য জুড়ে শীতের দাপট বজায় থাকলেও বুধবার শহর কলকাতার তাপমাত্রা সামান্য বাড়ল। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বড়দিনেও তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝার উপস্থিতিতে উত্তুরে হাওয়া কিছুটা বাধা পেতে পারে। তার জন্যই বাড়বে তাপমাত্রা। পশ্চিম ঝঞ্ঝার কারণে বড়দিনে ফের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিল হাওয়া অফিস। জোড়া পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে কমতে পারে ঠান্ডা। শহর কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও তাপমাত্রা সামান্য বাড়বে। তবে সকালের দিকে শহরে কুয়াশা থাকলেও বেলা বাড়লে ক্রমশ পরিষ্কার হবে আকাশ। আগামী দু’দিন তাপমাত্রা একই রকম চললেও বড়দিনের পর থেকে একটু কমবে। শ্রীলঙ্কা ও ভারত মহাসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি বুধবার দুপুরে নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হবে। এই অক্ষরেখাটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে থাকার কারণে বাড়তে শুরু করবে তাপমাত্রা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট