কালিম্পং জেলার রিষপে বুধবার দুপুর থেকে তুষারপাত শুরু


বৃহস্পতিবার,২৩/১২/২০২১
887

কালিম্পং জেলার রিষপে, বুধবার দুপুর থেকে তুষারপাত শুরু হয়।আর এতেই খুশির হাওয়া ঘুরতে আসা পর্যটকদের মধ্যে।এবছরের প্রথম তুষার পাতের ফলে পর্যটকেরা বাইরে বেরিয়ে আনন্দে মেতে ওঠেন।রিষপে তুষার পাতের ফলে ঠান্ডার প্রকোপ আরো বৃদ্ধি পেল লাভা, ঝান্ডি, গরুবাথান সহ ডুয়ার্স এলাকায়। ডুয়ার্স এলাকায় দুপুরের পর থেকে কনকনে ঠান্ডা অনুভব হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট