উত্তর-পশ্চিম দিক থেকে বিনা বাধায় জোরালো বাতাস বইতে থাকায় কলকাতা সহ রাজ্যের সর্বত্রই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আলিপুর আবহাওআ দপ্তর আজ পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে।আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডঃ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামীকাল পর্যন্ত শীতের প্রকোপ মোটামুটি একইরকম থাকবে। তবে ২২ তারিখ নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জেরে ওই দিন থেকে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে, ঠান্ডা এখনই কমছে না।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় শৈত্য প্রবাহের সতর্কতা জারি
মঙ্গলবার,২১/১২/২০২১
841