কাঁথি : কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ে উচ্ছ্বসিত, বিরোধী দলনেতার শহর কাঁথির তৃণমূল কর্মী-সমর্থকরা। মঙ্গলবার শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গি মোড়ে বাজনা বাজিয়ে, আবির খেলে, আতশবাজি ফাটিয়ে দলীয় জয় উদযাপন করেন কর্মী-সমর্থকরা। যুব তৃণমূল কংগ্রেস জেলা সাধারণ সম্পাদক ইমরান আলি খানের উদ্যোগে বিজয় মিছিলে ছিলেন পুরপ্রশাসক হরিসাধন দাস অধিকারী, শেখ আব্দুস সাত্তার, আলেম আলি খান প্রমুখ। নেতারা মনে করেন, এই বিপুল জয়ে আসন্ন কাঁথি, এগরা ও তমলুক পুর নির্বাচনে দলীয় কর্মী-সমর্থকরা আরও অনুপ্রাণিত হবেন। পূর্ব মেদিনীপুরের বাজকুলে ১১৬বি জাতীয় সড়কে জেলা যুব তৃণমূল কংগ্রেস এবং বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের যৌথ উদ্যোগে পথচলতি মানুষ ও স্থানীয় দোকানদারদের মিষ্টি বিতরণ করা হয়।
বিপুল জয়ে উচ্ছ্বসিত, বিরোধী দলনেতার শহর কাঁথির
মঙ্গলবার,২১/১২/২০২১
930