আলিপুরদুয়ার : মানবতার নজির গড়ল ব্লক প্রশাসন। বাংলা আবাস যোজনায় নাম উঠেছে, তবে বাড়ি তৈরির জন্য নেই নিজস্ব জমি। এমনই দুই মহিলাকে প্রশাসনের পক্ষ থেকে জমি দিয়ে বাড়ি তৈরি করার উদ্যোগ নিল কালচিনি ব্লক প্রশাসন। ওই দুই মহিলার নাম জেলেকা খাতুন ও লক্ষ্মী বর্মন। দু’জনেই কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জে ভাড়া বাড়িতে থাকেন। পরিচারিকার কাজ করে দিনগুজরান হয় তাঁদের। আবেদনের ভিত্তিতে বাংলা আবাস যোজনায় তাঁদের নাম এসেছে, কিন্তু নিজস্ব জমি না থাকায় বাড়ি তৈরি আটকে ছিল। জানতে পেরে কালচিনির বিডিও প্রশান্ত বর্মন নিজেই উদ্যোগ নেন। সোমবার জেলেকা খাতুন ও লক্ষ্মী বর্মনকে সঙ্গে নিয়ে, কালচিনি ব্লকের লতাবাড়ি হাই স্কুলের পাশে একটি জমি দেখিয়ে সেখানে তাঁদের জন্য শীঘ্রই দুটো বাড়ি নির্মাণের কথা বলেন বিডিও প্রশান্ত বর্মন।
বাংলা আবাস যোজনা ,বাড়ি ২ পরিচারিকাকে
মঙ্গলবার,২১/১২/২০২১
927