মালদহ : কলকাতা পুরভোট পর্ব শেষ, কড়া নাড়ছে রাজ্যের অন্যান্য পুরসভা নির্বাচন। জোরকদমে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই দুটি পুরসভার কো-অর্ডিনেটর, প্রশাসক ও প্রশাসকমণ্ডলীর সদস্যদের নিয়ে বৈঠক হয়েছে। বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি বলেন, ‘আমরা প্রস্তুত। এবারও দুটি পুরসভায় তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে।’’ প্রসঙ্গত, গত পুর নির্বাচনে ইংরেজবাজার পুরসভায় ২৯টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৫টি, বামফ্রন্ট ৯ টি, বিজেপি ৩টি ও কংগ্রেস ২টি আসন পেয়েছিল। পুরাতন মালদহ পুরসভায় ২০টি আসনের মধ্যে ১০টি তৃণমূল কংগ্রেস, বিজেপি ৫টি, বামফ্রন্ট ২টি ও নির্দল ৩টি আসন লাভ করে। দুটি পুরসভায় বোর্ড গঠন করে রাজ্যের শাসকদল।
মালদহে পুরভোট নিয়ে ,তোড়জোড় তৃণমূলের
মঙ্গলবার,২১/১২/২০২১
799