কলকাতা পুরসভা নির্বাচন ২০২১ এ রেকর্ড গড়লো তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ড অঞ্চলে তৃণমূলের ভোট ছিল ৫৯.০৩ শতাংশ অন্যদিকে বিজেপির ভোট ছিল ৩২.৯২ শতাংশ। কলকাতা পুরভোটের ফলাফলের ট্রেন্ডে দেখা গেছে তৃণমূলের ভোট বেড়ে হয়েছে ৭১ শতাংশ এবং বিজেপির ভোট কমে হয়েছে ৮.৯ শতাংশ। এই ২৩ থেকে ২৪ শতাংশ ভোটের একটা সিংহভাগ অংশ তৃণমূলের দিকে গেলেও একটি উল্লেখযোগ্য অংশ বামেদের দিকে। ফলত বামেদের ভোট শতাংশ ৪ থেকে বেড়ে হয়েছে ১১.৪ শতাংশ। ১৪৪টি আসনের মধ্যে ১৩৪ টিতেই জয়ী তৃণমূল। ২ টি করে ওয়ার্ডে জয়ী হয়েছে বাম এবং কংগ্রেস। বিজেপি ৩টি ওয়ার্ডেই জয়ী হয়েছে। নির্দল প্রার্থীরদের দখলে গিয়েছে ৩টি ওয়ার্ড।কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী অভিনন্দন জানালেন বাংলার মা-মাটি-মানুষকে। তৃণমূল সুপ্রিমোও জানান যে মানুষের এই রায়ের পর মাথা নত করে কাজ করে যাবে ঘাসফুল শিবির। কলকাতা পুরভোটের ফলাফল নিয়ে মমতা ব্যানার্জী জানান “আমি সকল মা মাটি মানুষদের, আমার ভাই বোনদের অভিনন্দন জানাই, এই নির্বাচন হয়েছে উৎসবের মত করে। গণতন্ত্রের জয়। এটাই আশা ছিল। আমরা মা মাটি মানুষের প্রতি কৃতজ্ঞ। আরও মাথা নত করে আমরা কাজ করে যাব। কলকাতা আমাদের গর্ব। কলকাতাই সারা দেশকে পথ দেখিয়ে গর্বের দিকে নিয়ে যাবে। এই রায়ই আমাদের সাহায্য করবে মানুষের উন্নয়নের জন্য কাজ করে যেতে। মানুষের জন্যই আরও বেশি করে কাজ করে যাব।”
কলকাতা পুরসভা নির্বাচন ২০২১ এ রেকর্ড গড়লো তৃণমূল কংগ্রেস
মঙ্গলবার,২১/১২/২০২১
1105