হট্টগোলের মধ্যেই নির্বাচনী আইন সংশোধনী বিল ২০২১ পাশ


মঙ্গলবার,২১/১২/২০২১
402

লোকসভায় গতকাল বিরোধীদের প্রতিবাদ এবং হৈ হট্টগোলের মধ্যেই নির্বাচনী আইন সংশোধনী বিল ২০২১ পাশ হয়েছে। এতে ভোটার তালিকার সঙ্গে আধার নম্বর যোগ করতে চাওয়া ছাড়াও ১৮ বছর হলে যে কেউ চারবার ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন। এছাড়াও, সার্ভিস ভোটারদের মধ্যে লিঙ্গ নিরপেক্ষতা এবং ভোটের জন্য যে কোনো বাড়ি বা চত্বর ব্যবহার করার সংস্থান এই বিলে রয়েছে। বিল নিয়ে আলোচনায় আইন ও বিচার মন্ত্রী কিরেন রিজিজু বলেন, বিলের সংশোধনীগুলি নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে আসবে। ভোটার তালিকার সঙ্গে আধার নম্বর যোগ করা বাধ্যতামূলক নয়, এটা সম্পূর্ণ স্বেচ্ছামূলক বলেও তিনি উল্লেখ করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট