গতকাল নেশাজাত সামগ্রী NDPS সংশোধনী বিল ২০২১ পাশ


মঙ্গলবার,২১/১২/২০২১
366

রাজ্যসভা অনুমোদন করায় সংসদে গতকাল নেশাজাত সামগ্রী NDPS সংশোধনী বিল ২০২১ পাশ হয়েছে। লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছিল। সংশ্লিষ্ট অধ্যাদেশের বদলে আইনটি এখন বলবত হবে। ১৯৮৫র NDPS আইনের কিছু ত্রুটি সংশোধন করার জন্যই নতুন বিল আনা হয়েছিল। এই আইনের আওতায় নারকোটিক্স, ড্রাগস এবং নেশাজাত সামগ্রীর উৎপাদন, পরিবহন এবং ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে। এই নিয়ে বিতর্কের জবাবী ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ইউপিএ আমলের ভুল সংশোধন করতেই এই অধ্যাদেশ আনা হয়েছিল। মুন্দ্রা বন্দরে প্রচুর পরিমাণে হেরোইন উদ্ধারের ঘটনায় তিনি ডায়রেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআইয়ের ভূমিকার প্রশংসা করেন। মাদক সংক্রান্ত মামলাগুলিতে সমস্ত আইন বলবতকারী সংস্থা মিলিতভাবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট