কেন্দ্রীয় সরকারের চালু করা ‘স্কিল ইন্ডিয়া প্রোগ্রাম’-এর উদ্দেশ্য কী? এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত কতজন প্রশিক্ষণ পেয়েছেন ও কতজন চাকরি পেয়েছেন? কেন্দ্রীয় স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মন্ত্রকের কাছে জানতে চান তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট দফতরের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জবাবে জানান, দেশের যুবসমাজের দক্ষতা বৃদ্ধির জন্য কেন্দ্র বেশ কয়েকটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা, জনশিক্ষা সংস্থান, ন্যাশনাল অ্যাপ্রেনটিসশিপ প্রোমোশন স্কিম এবং ক্রাফটসমান ট্রেনিং স্কিম। প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনায় দুই ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পে প্রশিক্ষণের শেষে সাময়িক চাকরি দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। জনশিক্ষা সংস্থান যোজনায় নিরক্ষর বা স্বল্প শিক্ষিতদের লেখাপড়া শেখানোর জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
