কাজ হারিয়েছেন বহু মানুষ, তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের প্রশ্নের জবাবে স্বীকার করল কেন্দ্র


মঙ্গলবার,২১/১২/২০২১
428

লকডাউনের ফলে দেশের প্রায় সব ক্ষেত্রেই কাজ হারিয়েছেন বহু মানুষ৷ তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের প্রশ্নের জবাবে স্বীকার করল কেন্দ্র৷ সাংসদের প্রশ্ন ছিল, শেষ তিন বছরে দেশে বিভিন্ন ক্ষেত্রে কত মানুষ কাজ হারিয়েছেন সে ব্যাপারে সরকারের কাছে কি কোনও তথ্য আছে? কী কারণে এত মানুষ কাজ হারিয়েছেন? প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানান, লকডাউনের সময় দেশের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বেশ কিছু মানুষ কাজ হারিয়েছেন। ২০২০ সালের ২৫ মার্চ ম্যানুফ্যাকচারিং শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন ৯৮.৭ লক্ষ পুরুষ। জুন মাসে কমে হয় ৮৭.৯ লক্ষ। একইভাবে মহিলা শ্রমিকের সংখ্যা কমেছে তিন লক্ষের বেশি। নির্মাণশিল্পের ক্ষেত্রে ২০২০ সালের ২৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে পুরুষ কর্মীর সংখ্যা ৫.৮ লক্ষ থেকে কমে ৫.১ লক্ষ ও মহিলা কর্মীর সংখ্যা ১.৮ থেকে কমে ১.৫ লক্ষ হয়েছে। পরিবহণ শিল্পে ওই একই সময়ে পুরুষ কর্মী ছিলেন ১১.৩ লক্ষ৷

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট