গতকাল ইতিমধ্যে কলকাতা পৌরসভার ১৪৪ টি ওয়ার্ডের ভোটগ্রহণ শেষ হয়েছে । ভোটগ্রহণ শেষ হওয়ার পর ১৪৪ টি ওয়ার্ডের ইভিএম কলকাতার যে ষোলটি জায়গায় ডিসিআরসি সেন্টার করা হয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে ইভিএম গুলি রাখা হয়েছে। সমস্ত জায়গাতেই প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করে স্ট্রং রুম গুলি কে কড়া নিরাপত্তা বলয় দিয়ে লক্ষ্য রাখা হচ্ছে । আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এইসব জায়গাগুলিতে সকাল ৮ টা থেকে ভোট গণনা শুরু হবে ত্রিস্তরীয় বলয়ের মাধ্যমে ঘিরে রাখা হবে ভোট গণনা কেন্দ্র গুলি এবং ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে কোনরকম পলিটিক্যাল পার্টির কর্মীদেরকে ২০০ মিটারের মধ্যে যেতে দেওয়া হবে না । এছারা যে সমস্ত এজেন্টরা আসবে তাদেরকে থার্মালগান দিয়ে টেম্পারেচার মাপা হবে ও পরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভেতরে পাঠানো হবে। এমনটাই খবর আসছে ইলেকশন কমিশন সূত্রে।
মঙ্গলবার এইসব জায়গাগুলিতে সকাল ৮ টা থেকে ভোট গণনা শুরু
সোমবার,২০/১২/২০২১
1108