সকাল থেকে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হল ছন্দপতন। কলকাতা পৌরসভা ১২৪ নম্বর ওয়ার্ডে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ যে বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টদের বুথে ঢুকতে বাধা দিচ্ছে শাসক দলের কর্মীরা। বুথের সামনে জমায়েত নিয়েও সরব হয় কলকাতা পৌরসভার ১২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শংকর শিকদার। বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে ২২ নম্বর বুথে কর্তব্যরত পুলিশ কর্মীকে বুথের সামনে জমায়েত নিয়ে সরব হন বিজেপি প্রার্থী। অপরদিকে বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রার্থী রাজীব দাস বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা সকাল থেকে প্রচারে আসার জন্য ইসু খোজে। সব জায়গায় অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। বিজেপির প্রার্থী ও নেতাকর্মীরা ভেবেছিল যে ত্রিপুরার মতন ভোট হবে কিন্তু মানুষ তা রুখে দিয়েছে
KMC Election : নির্বাচন প্রক্রিয়া শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হল ছন্দপতন
রবিবার,১৯/১২/২০২১
1090