প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গোয়া সফরে ‘গোয়া মুক্তি দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, ‘অপারেশন বিজয়’-এ অংশগ্রহণকারী স্বাধীনতা সংগ্রামী ও প্রবীণদের সংবর্ধনা দেবেন। ১৯৬১ সালে পর্তুগিজ শাসন থেকে গোয়াকে মুক্ত করা ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘অপারেশন বিজয়’-এর সাফল্য উপলক্ষে প্রতি বছর ১৯ ডিসেম্বর গোয়া মুক্তি দিবস পালন করা হয়। প্রধানমন্ত্রী সংস্কারকৃত ফোর্ট আগুয়াড়া জেল জাদুঘর, গোয়া মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি ব্লক, নিউ সাউথ গোয়া জেলা হাসপাতাল, মোপা বিমানবন্দরের এভিয়েশন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এবং মারগাওয়ের ডাবোলিম-নাভেলিমের গ্যাস ইনসুলেটেড সাবস্টেশনসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।
PM Modi: নরেন্দ্র মোদী আজ গোয়া সফরে ‘গোয়া মুক্তি দিবস’ উদযাপন
রবিবার,১৯/১২/২০২১
422