কেন বাড়ি বাড়ি যাচ্ছে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা ?


শনিবার,১৮/১২/২০২১
597

পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের সমাজসচেতন করে তুলতে এবং রাজ্য জুড়ে যে কর্মযজ্ঞ চলছে, তাতে শরিক করতে, তাদের বাড়ি বাড়ি পাঠাতে শুরু করল নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ। রাজ্যবাসী সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না তার খোঁজখবর নিতে বাড়ি বাড়ি যাচ্ছে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা। সম্প্রতি, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাকেশ পাড়ুই ছাত্রছাত্রীদের নিয়ে এক বৈঠকে একথা জানান। শান্তিপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষে জানানো হয়। সূচনা হিসেবে আজ ১১ নং ওয়ার্ডে পৌঁছন তাঁরা। গিয়ে জানতে পারেন, কাউন্সিলর না থাকার কারণে বেশ কিছু উন্নয়ন পৌঁছয়নি সেখানে। রাস্তা-সহ একাধিক ক্ষোভ-বিক্ষোভ জানান এলাকাবাসী। তা লিপিবদ্ধ করে বিধায়ক, পুরসভা এবং জেলা ছাত্র পরিষদের সঙ্গে আলোচনা করবেন বলেই জানান নেতৃত্ব। এদিন প্রায় ৪০টি বাড়িতে যাওয়া হয়েছে। শিগগিরই প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি পৌঁছবেন তাঁরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট