কোভিড আবহেই কলকাতা পুরসভার ভোট। কলকাতার কোভিড আক্রান্ত নাগরিকরাও যাতে পুরনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তারও ব্যবস্থা রাখা হচ্ছে কমিশনের তরফে। কমিশন সূত্রের খবর, এই মুহূর্তে কলকাতায় মোট কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ১৬৩ জন। তাঁদের মধ্যে বেশ কিছু রোগী ভোট দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। তাঁদের জন্যও ভোটদানের ব্যবস্থা রাখা হচ্ছে রবিবার। এই কোভিড পজিটিভ ১৬৩ জনের মধ্যে এখনও পর্যন্ত মোট ৯৬ জন পুরসভা নির্বাচনে আগামিকাল ভোট দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। কোভিড রোগীদের ভোট দেওয়ার জন্য শেষের এক ঘণ্টা সময় রাখা হয়েছে। ওই এক ঘণ্টায় বুথে গিয়েই ভোট দিতে পারবেন তাঁরা। সংক্রমণের কথা মাথায় রেখে এর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্ত কোভিড প্রোটোকল মানা হবে বুথে। পিপিই কিট থেকে শুরু করে মাস্ক, স্যানিটাইজার, সব ব্যবস্থাই রাখা হয়েছে।
KMC Election: কোভিড আক্রান্ত নাগরিকরাও যাতে পুরনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন
শনিবার,১৮/১২/২০২১
906