KMC Election: বিকেল পাঁচটা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা


শনিবার,১৮/১২/২০২১
2932

আগামীকাল অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে, সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। বুথের ২০০ মিটার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা এবং বাইক-বাহিনীর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময়ে, কলকাতা পুর এলাকায় মদের দোকান ও ‘বার’ বন্ধ রাখা হবে। ৭৮৬টি ভোটগ্রহণ কেন্দ্রের ১ হাজার ১৩৯টি বুথকে, স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট প্রক্রিয়ায় প্রায় ২৬ হাজার কর্মী যুক্ত থাকলেও, থাকছেন না কোন মহিলা ভোটকর্মী। ভোট গ্রহণে ৬’ হাজার ৫৭০টি EVM থাকবে। অতিরিক্ত ৬৪০টি যন্ত্র প্রস্তুত রাখা হবে। ৪ হাজার ৯৫৯ টি বুথের প্রতিটিতেই CCTV-র নজরদারিতে থাকবে। ২২০টি অতিরিক্ত বুথ থাকবে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হচ্ছে, ৫’হাজার রাজ্য পুলিশ সহ মোট ২৩ হাজার সশস্ত্র পুলিশ। বহিরাগতদের প্রবেশ বন্ধে, পুর এলাকার সীমানায় কড়া নজরদারি এবং নাকা চেকিংয়ের ব্যবস্থা থাকছে। নজরদারি চলবে, নদীপথে’ও। ভোটের দিন প্রতিটি বরো-তে থাকবে, ভ্রাম্যমান পুলিশি টহলদারি কুইক রেসপন্স টিম, দুটি করে অ্যাম্বুলেন্স।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট