ট্র্যাক রেকর্ড দেখে তবেই টিকিট। পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরাই এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।’ দল বদল করলেও পুরসভা নির্বাচনে টিকিট পাওয়া যাবে না— এমনটা স্পষ্ট জানালেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল। পুরসভা নির্বাচনের দিনক্ষণ এখনও স্থির না হলেও ইতিমধ্যেই জেলার কালিয়াগঞ্জ, ইসলামপুর ও ডালখোলা পুরসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। কালিয়াগঞ্জের বিভিন্ন স্তরে বৈঠকও সম্পন্ন হয়েছে। ডালখোলা এবং ইসলামপুর পুরসভাতেও লাগাতার বৈঠক চলছে। এরই মাঝে জেলা জুড়ে অন্য দল থেকে বিভিন্ন নেতা-কর্মীরা শাসক দলে যোগদান করছেন। তার থেকেই রাজনৈতিক মহলের জল্পনা শুরু হয়েছিল তা হলে কি টিকিট পাওয়ার ক্ষেত্রে অন্য দল থেকে আসা প্রার্থীদেরকে বাছাই করা হবে? যদিও এই জল্পনায় জল ঢেলে দিলেন জেলা সভাপতি।
“দল বদল করলেও পুরসভা নির্বাচনে টিকিট পাওয়া যাবে না” – কানহাইয়ালাল
শুক্রবার,১৭/১২/২০২১
826