KMC Election : উন্নয়নের স্বপ্ন দেখেন মমতা মজুমদার


শুক্রবার,১৭/১২/২০২১
697

ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দক্ষিণ কলকাতার এই এলাকা। ঘড়িঘর ইমামাবাড়া, টিপু সুলতান মসজিদ টালিগঞ্জের এই ৮৯ নম্বর ওয়ার্ডে। এখানেই ঢাকাই কালীবাড়ি। অজস্র বাড়িতে প্রাচীনত্বের ছাপ, আভিজাত্যের প্রতিফলন। সুইস পার্ক, ইন্দ্রাণী পার্কের মতো বর্ধিষ্ণু পাড়াও এই ওয়ার্ডেই। উত্তরে লেকগার্ডেন্স থেকে টালিগঞ্জ পর্যন্ত রেললাইন, দক্ষিণে প্রিন্স আনোয়ার শাহ রোড, পূর্বে লেক গার্ডেন্স ফ্লাইওভার, পশ্চিমে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। ডক্টর দেওধর রহমান রোড, প্রিন্স বখতিয়ার শাহ রোড, সুলতান আলম রোড— ওয়ার্ডের সব জায়গাতেই এখন পুরপরিষেবা প্রশংসনীয়। ২০০১ থেকে ২০২০, টানা ৪ বারের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মমতা মজুমদারের অক্লান্ত পরিশ্রমের ফসল। এবারেও তৃণমূল কংগ্রেসের ভোটপ্রার্থী। জলনিকাশি ব্যবস্থার সামান্য সমস্যা রয়ে গিয়েছে কয়েকটি পকেটে। আমূল সংস্কারের প্রকল্প রিপোর্ট পেশ করা হয়েছে। শীঘ্রই কাজ হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট