গোয়ার ফতোরদায় আজ আইএসএল ফুটবলে এসসি ইস্টবেঙ্গল,নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি, র মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। ছয় ম্যাচে এস সি ইস্টবেঙ্গলের পয়েন্ট তিন। সমসংখক ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এর পয়েন্ট চার। বাম্বোলিমে গতকাল এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি, র মধ্যে খেলাটি 3-3 গোলে শেষ হয়েছে।ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে তারা লীগ তালিকার ষষ্ঠ স্থানে আছে। বেঙ্গালুরু এফসি সাত ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়ে রয়েছে নবম স্থানে।
ISL: এসসি ইস্টবেঙ্গল ও নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি, র মুখোমুখি
শুক্রবার,১৭/১২/২০২১
443